দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত কবির উদ্দিন হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
মোহাম্মদ কামাল উদ্দিন :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত কবির উদ্দিন হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, মামলার ২নং আসামী তাজ উদ্দিন (৫৬), পিতা মৃত সিকন্দর আলীকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। এছাড়া র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার আরও তিন আসামী—গেদা মিয়া (৫০), পিতা মৃত সিকন্দর আলী; আলী হোসেন (৪৪), পিতা রসিক আলী; এবং সুজন মিয়া, পিতা ফরজ আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করে এবং পরে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই ২০২৫ (বুধবার) সকাল ৮টায় সোনাপুর গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে কবির উদ্দিন (৪৫), পিতা নুর আলী, গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়াও উভয় পক্ষের আরও অন্তত ১০-১২ জন আহত হন।
এই ঘটনায় নিহতের ভাই জসিম উদ্দিন বাদী হয়ে ২৪ জুলাই ২০২৫ তারিখে দোয়ারাবাজার থানায় ১৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং: ৩০)। মামলার তদন্তে অগ্রগতি হিসেবে এখন পর্যন্ত ১৫ জন আসামী—একজন অজ্ঞাতনামাসহ—কারাগারে রয়েছেন। এর মধ্যে কোর্টে আত্মসমর্পণকারী ১০ জনের জামিন নামঞ্জুর করে আদালত।
এক হৃদয়স্পর্শী ঘটনায় জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা নিহত কবির উদ্দিনের অবুঝ শিশুদের কোলে নিয়ে তাদের সামনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই আইনশৃঙ্খলা বাহিনীর টানা অভিযানে একে একে গ্রেফতার হচ্ছে অভিযুক্তরা।
দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত কবির উদ্দিন হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
Reviewed by প্রান্তিক জনপদ
on
8/07/2025 08:00:00 PM
Rating:

No comments: